বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক বছর আগে মহিলারাই প্রথম অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন। বছর ঘুরতেই সেই মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় আবেগে ভাসলেন। সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রশাসনিক সভার মাঠ স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন। তাঁরা অনেকেই নদী পেরিয়ে সকাল সকাল মুখ্যমন্ত্রীর সভার মাঠে পৌঁছন। আর তা দেখে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান। মঞ্চ থেকেই তিনি মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন, 'মা-বোনেরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের পাগুলোয় অন্তর থেকে প্রণাম জানাই। আপনাদের পদধ্বনিতে সন্দেশখালির মাটি সমৃদ্ধ হয়েছে। আপনারাই আমাদের গর্ব।'
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে মহিলারা সোচ্চার হয়েছিলেন। সন্দেশখালির মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বলে বিরোধীরা প্রচার শুরু করে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর বিশ্বাসে অটল ছিলেন। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বসিরহাটে তিনি ঘোষণা করেছিলেন, ভোটে জয়লাভের পর সন্দেশখালিতে যাবেন। ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও তার কিছুদিন পরে হাজি নুরুলের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া কথা রেখেছেন। সোমবার স্থানীয় ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করলেন। এদিন সকাল থেকে সন্দেশখালির নদীপথে ঘেরা বিভিন্ন দ্বীপ থেকে হাজার হাজার মহিলা মুখ্যমন্ত্রীর সভার মাঠে হাজির হন। তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড।
বেলা গড়াতেই দেখা যায়, সভার মাঠে দুই-তৃতীয়াংশ জায়গা মহিলারাই ধরিয়ে দিয়েছেন। অনেকেই সেখানে বসার জায়গা পাননি। তাঁরা মাঠের শেষ দিকে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন। দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে স্থলে পৌঁছন। সবার মাঠে মহিলাদের উপস্থিতি দেখে তিনি আপ্লুত হন। বক্তব্যের শুরুতেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রণাম জানান। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। তারপর তিনি আরও ঘোষণা করেন, 'কলকাতার স্টার থিয়েটারের নাম বদল করা হবে। আমি মা-বোনেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টার থিয়েটারের নাম বিনোদিনী করতে বলেছি।'
মুখ্যমন্ত্রী বলেন, 'একদিন সন্দেশখালির মেয়েরা দেশের এক নম্বরে পৌঁছবে। আমি চাই, সন্দেশখালির কোনও মেয়ে মাধ্যমিকে প্রথম স্থান দখল করুক। উচ্চমাধ্যমিকে প্রথম হোক।' মুখ্যমন্ত্রীর বার্তায় সভাস্থলে উপস্থিত মহিলারা করতালিতে তাঁকে অভিনন্দন জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদী, দমকলমন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক সুকুমার মাহাতো-সহ অন্য জনপ্রতিনিধিরাও।
#mamatabanerjee#mamatabanerjeeatsandeshkhali#sandeshkhali
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...
অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...
ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...
শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...
এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...